পরিবেশকর্মী হত্যা : একটি আলেখ্য। পর্ব ১১। লিখছেন অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য

0

(গত পর্বের পর)

পরিবেশকর্মী হত্যা ও ভয়ঙ্করতম কলম্বিয়া – অন্ধকার থেকে আশার দিকে দেশ?

কলম্বিয়ার নিহত পরিবেশকর্মীদের ছবির সামনে আরেক পরিবেশকর্মী ইউলি ভেলাসকেজ

মধ্য কলম্বিয়ার মেটা ডিপার্টমেন্টের লা ম্যাকেরানা অঞ্চলের এক ৩ ডিসেম্বর। ২০২০। লা ম্যাকেরানা সাস্টেনেবেল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ‘কর্মাকারেনা’-র অন্যতম আঞ্চলিক কো-অর্ডিনেটর বছর সাতচল্লিশের জেভিয়ের ফ্রান্সিসকো পারা-কে স্থানীয়রা ‘পাচো’ বলে ডাকতেন। ২০ বছর ধরে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত পাচো ২০২০-র ফেব্রুয়ারির ক্যানো ক্রিস্টালেস বা রেইনবো রিভার সংলগ্ন ইকোটুরিজম অঞ্চলে বীভৎস অগ্নিকান্ডে সামনে থেকে ঝাঁপিয়ে পড়তে দুমিনিটও ভাবেননি। এই পাচো ক্রমশ বিপদসীমার বাইরে বেরোচ্ছিলেন। পরিবেশ-ঘাতক কলম্বিয়ায় যা সমস্যা। ২০২০-র সেই ৩ ডিসেম্বর একাধিক বুলেট। গানম্যান কারা, কাদের আদেশে এই হত্যাকাণ্ড, জানা যায়নি। অথবা সাত বছর আগের সিজার গারসিয়া। পশ্চিম কলম্বিয়ার টোলিমা ডিপার্টমেন্টের কাজামারকার কৃষক নেতা সিজার মাইনিং জায়ান্ট অ্যাঞ্জিওগোল্ড আসান্তি-র লা কোলোসা ওপেনকাস্ট গোল্ডমাইনিং নিয়ে সোচ্চার ছিলেন। ২০১৩-র ২৮ জুলাই সিজারের নেতৃত্বে বিশাল মিছিল। ২ নভেম্বর গানশট। কিংবা সেবছরই ফেব্রুয়ারিতে দক্ষিণ পশ্চিম কলম্বিয়ার ককা ডিপার্টমেন্টের আলমাগুয়েরে মাইনিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ফোরাম। ৩০ সেপ্টেম্বর ফোরামের অন্যতম নেতৃত্বস্থানীয়, পরিবেশকর্মী অ্যালডেলিন্ডা গোমেজ রাস্তায় গুলিতে ঝাঁজরা হলেন, সঙ্গে ষোলো বছরের ছেলের গুরুতর আঘাত। বাকি গল্প একটু পরে …

২০২০-র ক্যানো ক্রিস্টালেস অঞ্চলের ইকোট্যুরিজম সাইটে অগ্নিকান্ডে মোকাবিলায় ব্যস্ত জেভিয়ের ফ্রান্সিসকো পারা (ছবিসূত্র – মোঙ্গাবে)

পরিবেশকর্মী সিজার গারসিয়া (ছবিসূত্র – অ্যানারকিসমো)

কলম্বিয়ার পরিবেশ-কর্মী নিধন। গ্লোবাল উইটনেসের হিসেবে ২০২০, ২০২১, ২০২২ – দেশের পরিবেশ-কর্মী হত্যার সংখ্যা ন্যূনতম ৬৫, ৩৩ ও ৬০। এই ২০২২-এই গোটা গ্রহের হত্যার হিসেব ন্যূনতম ১৭৭, যার একাই ষাট কলম্বিয়ায়। ‘ডেডলিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড’। গ্লোবাল উইটনেসের ‘ডিকেড অফ ডিফায়েন্স’ রিপোর্টে ২০১২ থেকে ২০২১-এ দেশে পরিবেশ-কর্মী হত্যার সংখ্যা ৩২২, ব্রাজিলের পরেই দ্বিতীয় কলম্বিয়া। ২০২২-এর হিসেবে ষাটটি হত্যার ৩৪ শতাংশই আদিবাসী অংশ। দেশের নিজস্ব পরিবেশ ওয়াচডগ সংস্থা ‘কলম্বিয়ান ইন্সটিটিউট অফ স্টাডিজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস’ বা সংক্ষেপে ‘ইন্ডেপাজ’ বলছে, ২০১৬ থেকে ২০২১-এ মোট ৬১১ পরিবেশ ও মানবাধিকার কর্মী খুন হয়েছেন, যার ভেতর ৩৩২ জন আদিবাসী। এনজিও প্রোগ্রামা সামোস ডিফেন্সরস-এর রিপোর্ট বলছে, এসমস্ত হত্যার মাত্র ৫.২ শতাংশ সঠিক বিচার পেয়েছে। বাদবাকি অন্ধকার কলম্বিয়ার ভেতরে ধুঁকছে। ঠিক এর পাশাপাশি দেশের বৃক্ষচ্ছেদনের সামগ্রিক পরিসংখ্যান কিরকম? গ্লোবাল ফরেস্ট ওয়াচ বলছে, ২০০২ থেকে ২০২২-এ মোট ১.৯২ মিলিয়ন হেক্টর হিউমিড প্রাইমারি ফরেস্ট ধ্বংস হয়েছে, যা ওই সময়সীমার মোট ট্রি কভার লসের (৫.১৯ মিলিয়ন হেক্টর) ৩৯ শতাংশ। অঞ্চলভিত্তিক বৃক্ষচ্ছেদনে প্রথম তিনটি রাজ্য বা ডিপার্টমেন্ট যথাক্রমে ক্যাকেটা, মেটা ও অ্যান্টিওকিয়া, যেখানে বৃক্ষ লোপাটের হিসেব যথাক্রমে ৭৭৩, ৬৪৭ ও ৫৬৫ কিলোহেক্টর।

সিজার, পাচো, অ্যালডেলিন্ডার পরে আরও কিছু। ২০২১-এর ২০ এপ্রিল ককা ডিপার্টমেন্টের নাসা কমিউনিটির পরিবেশকর্মী সান্ড্রা লিলিয়ানা পেনা সেই অঞ্চলের অবৈধ চাষ নিয়ে কথা বলে চারজন গানম্যানের কাছ থেকে ফেটাল গানশট পেলেন। ২০ বছর ধরে কাজ করা দেশের পরিবেশ-সংরক্ষক নাসা কমিউনিটির আদিবাসী দল ‘কিওয়ে থেগনাস’ বা ‘ইন্ডিজেনাস গার্ড’, যার অন্যতম দুই নেতা, পরিবেশকর্মী মার্কাস ফিদেল ক্যামাইয়ো গুয়েটিও এবং হোসে অ্যালবেইরো ক্যামাইয়ো খুন হলেন যথাক্রমে ২০২১-এর ২১ নভেম্বর এবং ২০২২-এর ২৪ জানুয়ারি। এই হোসে ক্যামাইয়োর হত্যার প্রেক্ষিত ককা ডিপার্টমেন্টের লা ডেলিসিয়াস অঞ্চলে ভয়ঙ্করতা তীব্রতম হয়েছিল ঠিক আটদিন আগে, অর্থাৎ ২০২২-এর ১৪ জানুয়ারি। পিতার সঙ্গে ইন্ডিজেনাস গার্ডের হয়ে অরণ্যে নজরদারি করতে গেছিল কিশোর ব্রেইনার ডেভিড কাকুনামা। সঙ্গী গুইলারমো ইপিয়ার সঙ্গে গুলিতে ঝাঁজরা হল ব্রেইনার। বয়স ১৪। শেষযাত্রায় রঙিন হল লা ডেলিসিয়াস, কেঁদে আকুল হল নাসা কমিউনিটির কয়েকশো মানুষ, কিশোর-তরুণ, বৃদ্ধ। তবু, ‘ইন্ডিজেনাস গার্ড’ লড়াই ছাড়েনি।

উপরে নিহত পরিবেশকর্মী কিশোর ব্রেইনারের শবযাত্রা এবং ইন্ডিজেনার গার্ড, নিচে ব্রেইনারের সমাধি (ছবিসূত্র – পুলিৎজার সেন্টার)

যেমন ইয়েলো-ইয়ার্ড প্যারটরা ভুলতে পারেনি কনজারভেশন বায়োলজিস্ট গঞ্জালো কার্ডোনা মলিনাকে। ১৯৯৯ সালে নতুন করে খুঁজে পাওয়ার আগে পর্যন্ত সেন্ট্রাল আন্দিজ অরণ্যের এন্ডেমিক পাখি ইয়েলো-ইয়ার্ড প্যারট দেশে বিলুপ্ত বলে ধরে নেওয়া হয়েছিল। ‘ফুন্ডাসিওন প্রোঅ্যাভিস’ সংস্থার হয়ে বছর পঞ্চান্নর গঞ্জালো দেশের ইয়েলো-ইয়ার্ড প্যারট এবং ক্রিটিকালি এন্ডেঞ্জার্ড পাখি ইন্ডিগো-উইংড প্যারটের সেনসাস শুরু করলেন। ২০২০-র ডিসেম্বর অবধি গঞ্জালোর নোটবুকে লেখা ছিল ২,৮৯৫টি ইয়েলো-ইয়ার্ড প্যারটের ডেটাবেস। পাখি বাঁচানোর লড়াইয়ে সংরক্ষণ করলেন টিয়াদের পছন্দের গাছ ওয়াক্স পাম ট্রি। ২০২১-এর ৮ জানুয়ারি থেকে ককা-র লা ইউনিয়ন গ্রাম থেকে হঠাৎ নিরুদ্দেশ গঞ্জার নিঃস্পন্দ শরীর পাওয়া যায় ১৪ জানুয়ারি। গঞ্জা থেকে জরগিল্লো। জর্গে সান্টোফিমিও প্রাক্তন এফএআরসি রেবেল। ২০১৬-র শান্তিচুক্তির পর পুটামায়ো, ক্যাকেটা, মেটা, গুয়াভারে – চারটে প্রভিন্স জুড়ে ইউএনডিপি-র মধ্যস্থতায় শুরু করেছিলেন ট্রি নার্সারি নেটওয়ার্ক, যার অন্যতম একটির মালিকানা ছিল কলম্বিয়ান আমাজনের সমবায় সংস্থা কমুক্কম। প্রাক্তন রেবেলের এই পরিবেশচেতনা মেনে নিতে পারেনি বিদ্রোহীরা। ২০২২-এর ২৪ ফেব্রুয়ারি সন্ধের একটি জমায়েতে হঠাৎ বুলেট। কিশোর ছেলের গুলিবিদ্ধ পা, স্বামীর নিঃস্পন্দ শরীর নিয়ে প্রায় নিথর, অসহায় হয়ে গেছিলেন সহযোদ্ধা প্রাক্তন রেবেল, জরগিল্লোর স্ত্রী মেন্ডোজা। একাধিক ডেথ থ্রেট পেয়ে ঠিক ছমাস আগে, রয়টার্সকে একটি সাক্ষাৎকারে জরগিল্লো বলেছিলেন, ‘যদি আপনি শান্তি চুক্তিতে সই করেন, ওরা আপনাকে মারবে না। মারবে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে।’ অথবা আফ্রো-কলম্বিয়ান রক্তস্নান। পৃথিবীর চতুর্থ বৃহত্তম পাম-অয়েল প্রোডিউসার কলম্বিয়ার পাম-অয়েল জায়ান্ট বনাম আদিবাসী কলম্বিয়ার যুদ্ধ। ফেডেপামা সংস্থার মতে ২০০০ সালে ১,৫৭,০০০ হেক্টর জমি ২০১৫-তে বেড়ে দাঁড়িয়েছিল ৪,৬৬,০০০ হেক্টরে। ২০১৭-র নভেম্বর ও ডিসেম্বরে চোকো ডিপার্টমেন্টের বাজো আট্রাটো নদী উপত্যকা অঞ্চলে পাম-অয়েল কোম্পানির বিরুদ্ধে মুখ খুলে নিহত হলেন যথাক্রমে দুই আফ্রো-কলম্বিয়ান কৃষক-পরিবেশকর্মী মারিও ক্যাস্টানো ও হার্নান বেদোয়া। ৫ ডিসেম্বর ঘোড়ায় চড়ে বাড়ি ফেরার রাস্তায় ‘মাই টিয়েরা’ বায়োডাইভারসিটি অঞ্চলের কৃষকনেতা হার্নান বেদোয়ার শরীরে ঢোকা নিও-প্যারামিলিটারি দল এজিসি-র ফেটাল বুলেটের সংখ্যা ছিল ১৪টি।

ইয়েলো-ইয়ার্ড প্যারটকে নিয়ে পরিবেশকর্মী গঞ্জালো কার্ডোনা মলিনা (ছবিসূত্র – ফোর্বস)

পরিবেশকর্মী কৃষক হার্নান বেদোয়া

সমস্যা ঠিক কোথায় কলম্বিয়ায়? দীর্ঘ পাঁচ দশকের গৃহযুদ্ধ শেষ করে ২০১৬-র নভেম্বরে কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তিচুক্তিতে সই করে বিদ্রোহী রেভেলুশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া বা এফএআরসি। সমস্যা মেটেনি। চুক্তির বিরুদ্ধে থাকা একাধিক এফএআরসি বিদ্রোহী, সঙ্গে ন্যাশনাল লিবারেশন আর্মির গেরিলা দল বা ব্ল্যাক ঈগলের মতো ড্রাগ কার্টেল ও একাধিক প্যারামিলিটারি দলের নেতৃত্বে অবাধ ক্যাটল র‍্যাঞ্চিং, চোরাগোপ্তা অবৈধ গাছকাটা, গোল্ড মাইনিং, জমিদখল, ড্রাগচক্র, কোকেন ব্যবসা লেগেই আছে। শেষ হচ্ছে গাছ, পরিবেশ, মানুষ। এফএআরসি থেকে বেরিয়ে গিয়ে যারা মেন্ডোজা-সান্টোফিমিওদের মতো কাজ করতে চাইছেন, তাঁরা অসম্ভব অনিশ্চিত একটা দড়ির ওপর দিয়ে হাঁটছেন। ইন্ডেপাজের পরিসংখ্যান বলছে, ২০১৬ থেকে শান্তিচুক্তিতে সই করা মোট ৩৮৫ এক্স-এফএআরসি কর্মী খুন হয়েছেন, যাঁদের ১১ জন মহিলা।

ঠিক কী কী করছে এই বীভৎস নেক্সাস? এক এক করে আসি। উত্তর কলম্বিয়ার সান্তান্দার ডিপার্টমেন্ট। স্পেশাল জুরিসডিকশন অফ পিস এবং এনজিও কর্পোরাশিওন কম্প্রাইসো-র হিসেব বলছে ২০২১-এ সান্তান্দারে হত্যা ও হত্যার চেষ্টা হয়েছে ৭০টি, যা ২০২২-এর প্রথম তিনমাসেই পৌঁছে গেছিল ৬৮-তে। গালফ ক্ল্যান বা ন্যাশনাল লিবারেশন আর্মির অতি সক্রিয়তা এবং ক্রমাগত চেপে বসার চেষ্টায় ডেথ-থ্রেট পেয়ে পুয়ের্তো উইলচেস এলাকা ছেড়েছেন ফ্যাবিয়ান উরকিজো, জর্ডন পেইনাডো বা ইউভেলিস নাতালিয়া মোরালেসের মতো পরিবেশকর্মীরা। এই পুয়ের্তো উইলচেসে দেশের প্রথম ফ্র্যাকিং বা হাইড্রোলিক ফ্র্যাকশন প্রোজেক্টে রাস্তায় নেমেছেন মানুষ। অথবা উল্লেখ্য, সান্তান্দারের সান সিলভেস্ট্রে ওয়েটল্যান্ড এবং সংলগ্ন জাগুয়ার করিডর ঘেঁষা ৭০,০০০ হেক্টর সংরক্ষিত এলাকায় আশ্চর্য এক আইনে অনুমতি পেয়ে তৈরি হওয়া ল্যান্ডফিল সাইট। ২০১৫ থেকে পার্শ্ববর্তী রিফাইনারির টক্সিক বর্জ্য জমা হচ্ছে সান সিলভেস্ট্রে ওয়েটল্যান্ডে, যার মালিকানা প্রথমে দেশের প্যারামিলিটারি নেক্সাসে থাকা কুখ্যাত রেদিবা কোম্পানি থেকে ২০১৯-এ চলে যায় ফরাসি কোম্পানি ভেওলিয়ার কাছে, যদিও ক্ষমতা হস্তান্তরে টক্সিক লিচেট বেরনো বন্ধ হয়নি। স্থানীয় প্যাটিও বোনিটো কমিউনিটির শিশুদের ভেতর দেখা যাচ্ছে জন্মগত রেয়ার অসুখ অ্যানেনসেফালি বা চাইল্ড উইদাউট ব্রেইন। আর্সেনিক-মার্কারি মাখা ল্যান্ডফিল ওয়েস্টের সঙ্গে এই অসুখের সম্পর্ক খুঁজে পেয়ে সোচ্চার হয়ে একের পর এক ডেথ থ্রেট পেয়ে বাধ্য হয়ে ২০১৮ থেকে মার্কিন-প্রবাসী চিকিৎসক পরিবেশকর্মী ডক্টর ইয়েসিদ ব্ল্যাঙ্কো।

উপরে পরিবেশকর্মী শিশুরোগবিশেষজ্ঞ ডক্টর ইয়েসিদ ব্ল্যাঙ্কো, নিচে সান্তান্দারের সংরক্ষিত অরণ্যের কুখ্যাত ল্যান্ডফিল সাইট (ছবিসূত্র – গ্লোবাল উইটনেস)

পাশাপাশি দেশের কোকো উৎপাদনের গল্প। পৃথিবীর নিরিখে মোট ৬০ শতাংশ কোকোর উৎপাদক কলম্বিয়া। দেশের ২,৩০,০০০ পরিবার নির্ভর করছে কোকো চাষের ওপর। ২০২২-এ কোকো চাষ হওয়া মোট ২৩০ কিলোহেক্টর এলাকার মধ্যে সান্তান্দারের টিবু মিউনিসিপাল এলাকাতেই চাষ হচ্ছে ২২ কিলোহেক্টর জমিতে। ২০০১ থেকে ২০২২-এ টিবুতে বৃক্ষচ্ছেদন ১১১ কিলোহেক্টর। এই বীভৎস বৃক্ষচ্ছেদনের প্রায় অর্ধেকটা দায়ী অরণ্য কেটে সামগ্রিকভাবে কৃষিজমি তৈরির প্রচেষ্টা। পাশাপাশি বেশ কিছুটা দায়ী পৃথিবীর সবচেয়ে বড় বেআইনি কৃষি-ব্যবসা, অর্থাৎ কোকো উৎপাদন। ৪-৮ শতাংশ কোকো তৈরি হচ্ছে দেশের বিভিন্ন সংরক্ষিত অরণ্যগুলিতে। একইসঙ্গে প্রাসঙ্গিক, কোকো থেকে কুখ্যাত কোকেন তৈরির পরিবেশঘাতক রূপ। কোকো পাতা থেকে কোকেন তৈরিতে লাগছে গ্যালন গ্যালন গ্যাসোলিন। এক কেজি কোকেন তৈরিতে খরচ হচ্ছে গড়ে ২৮৪ লিটার গ্যাসোলিন, অর্থাৎ পাউন্ড প্রতি ৩৪ গ্যালন, এবং এইসমস্ত টক্সিক তরল বর্জ্য পড়ছে দেশের একাধিক নদী, হ্রদ, জলাশয়ে। ২০২২-এ কোকোর মূল্যের ৪০ শতাংশ কমে গেছে, যা আদৌ কতটা আশাব্যঞ্জক কেউ জানে না। এতে সত্যিই অবৈধ কোকো উৎপাদন কমবে, নাকি আর্মড গ্রুপ, ড্রাগ কার্টেল বা বিদ্রোহীদের দাপটে পঞ্চাশগুণ বেশি লাভজনক অবৈধ গোল্ড মাইনিং বেড়ে গিয়ে পরিবেশ ও পরিবেশ-কর্মী হত্যাকেই ত্বরান্বিত করবে, বলা যাচ্ছে না কিছুই। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমস বলছে, দেশের ৯৭০টি জায়গার ৬৪,০০০ হেক্টর জমিতে চলছে অবৈধ মাইনিং, যার ভেতর ২৭,০০০ হেক্টর জমিই আদিবাসী এলাকাভুক্ত। ২০২০-র হিসেবে দেশের ৬৯ শতাংশ গোল্ড মাইনিং অবৈধ, ২০১৯-এ যা ছিল ৬৬ শতাংশ। এই ২০২০-র হিসেবেই ২৩০টি অবৈধ মাইনিং-এর ৭৪টি ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্ত অঞ্চলে, এবং পড়শি ভেনেজুয়েলার সোনা চোরাগোপ্তা উপায়ে চলে আসছে কলম্বিয়া, ছড়িয়ে পড়ছে বাজারে – এবং পুরো রাস্টাটিই নিয়ন্ত্রক দেশের প্যারামিলিটারি, গেরিলা ও ড্রাগ-কার্টেলগুলি।

টিবু অঞ্চলে এভাবেই দেদার চাষ হচ্ছে কোকো গাছ (ছবিসূত্র – মোঙ্গাবে)

এসে যাচ্ছে পরিবেশকর্মী ইউলি ভেলাস্কেজের কথা। সান্তান্দারের ব্যারানকাবেরমেজা অঞ্চল এবং দুদুটো রিফাইনারির বর্জ্যে শেষ হয়ে যাওয়া ম্যাগডালেনা নদীর গল্প। দেশের বৃহত্তম অয়েল-জায়ান্ট ইকোপেট্রলের রিফাইনারিতে স্থানীয় ৭০ শতাংশ অধিবাসীকে কর্মসংস্থানের টোপ, পরিবেশ এভাবেই তলানিতে। তিনবার হত্যার চেষ্টা থেকে বেঁচে ফিরেও স্থানীয় পরিযায়ী মাছ বোকাচ্চিও ও ডোরোডো সংরক্ষণে ব্যস্ত থাকেন ইউলি। নিজের সংস্থা ফেডেপেসানের হয়ে ঘোরেন ম্যাগডালেনার বুকে। জলে ভাসে গ্যালন গ্যালন তেল। মাছ তুলে শরীর থেকে তেল ধুয়ে দেন। বাধ্য হয়ে সরকারের কাছে পুলিশি প্রোটেকশন নিয়েছেন। বলছেন, ‘শাসানি, মৃত্যু-পরোয়ানার পরেও আমাদের কাজ করে যেতে হবে। কারণ আমরা না করলে আর কে করবে?’ একাধিক ডেথ-থ্রেট পেয়েও ক্রমাগত লড়ছেন উত্তর কলম্বিয়ার ডিপার্টমেন্ট লা গুয়াজিরার রিজার্ভ এল জাহিনোর ওয়াউ কমিউনিটির পরিবেশকর্মী জ্যাকেলিন রোমেরো। ব্রিটিশ কোম্পানি গ্লেনকোরের তত্ত্বাবধানে লাতিন আমেরিকার বৃহত্তম এল সেরেজোন ওপেন-কাস্ট কোল-মাইনে ভয়ঙ্কর আদিবাসী-উচ্ছেদ এবং স্থানীয় নদী থেকে অবাধে জল উত্তোলনে নদীবক্ষে স্রেফ পাথর ছাড়া আর কিছু নেই। দেশের উত্তরতম প্রান্তের শুষ্ক লা গুয়াজিরার ওয়াউ আদিবাসীরা ধুঁকছে জলকষ্টে। খনি, উন্নয়ন কোন ভাগ্য খুলবে তাঁদের!

পরিবেশকর্মী ইউলি ভেলাসকেজ (ছবিসূত্র – মোঙ্গাবে)

উপরে এল সেরেজোন মাইনিং নিয়ে সোচ্চার হয়ে ডেথ-থ্রেটের সঙ্গে লড়া পরিবেশকর্মী জাকেলিন রোমেরো, নিচে এল সেরেজোন মাইনের জল উত্তোলনে শেষ হয়ে যাওয়া অ্যাগুয়া ব্লাঙ্কাস নদীবক্ষ (ছবিসূত্র – অক্সফাম আমেরিকা)

উত্তর কলম্বিয়ার অ্যান্টিকুইয়ো ডিপার্টমেন্টের ম্যাগডালেনা মেডিও অঞ্চলের তৈল উত্তোলন ও ফ্র্যাকিং-এর বিরুদ্ধে লড়ে যাওয়া পরিবেশকর্মী অস্কার সাম্পায়ো ‘এথিক’ নামের একটি ব্লগ চালান। ‘এথিক’-এ অস্কার লিখছেন, গেরিলাদের প্যাম্ফলেট, লেটারহেডে ডেথ-থ্রেট এসেছে। টেরিটোরিয়াল ডিপারচার করতে শাসানো হয়েছে অস্কারদের।

উপরে পরিবেশকর্মী অস্কার সাম্পায়ো, নিচে অস্কারের তোলা একটি ছবিতে ব্যারানকাবেরমেজা অঞ্চলের ওয়েটল্যান্ডে টক্সিক বর্জ্যে মৃত একটি ম্যানাটি (ছবিসূত্র – গ্লোবাল উইটনেস)

এইসমস্তর মাঝে সুড়ঙ্গের ওদিকে অল্প আলো। ২০২২-এ দেশের প্রথম বামপন্থী রাষ্ট্রপতি হিসেব দায়িত্বে এসেছেন গুস্তাভো পেত্রো। অন্তত শুরুর দিকে পরিবেশ-মন্ত্রী সুজানা মহম্মদের সঙ্গে মিলে একটি পরিবেশ-সদর্থক ভাবনার উদ্যোগ এনেছেন। দেশের বৃক্ষচ্ছেদন রেকর্ডসংখ্যক সর্বনিম্ন হয়েছে ২০২২-এ, ২০২১-এর তুলনায় ৫০,০০০ হেক্টর কমে বৃক্ষচ্ছেদনের শতকরা মাত্রা দাঁড়িয়েছে ২৯.১ শতাংশে। সেবছরই মে মাসে সেনেট থেকে ফ্র্যাকিং-এর উপর নিষেধাজ্ঞা-জনিত বিল-১১৪ পাস হয়েছে, যা কংগ্রেসনাল অনুমোদনের জন্য প্রতীক্ষায়। ২০১৯-এ সই করার তিন বছর অপেক্ষার পর ২০২২-এর অক্টোবরে র‍্যাটিফাই হয়েছে লাতিন আমেরিকান পরিবেশ-কর্মীদের ওপর হিংসা, হত্যা ও পরিবেশ-সংশ্লিষ্ট সঠিক বিচারের জন্য দৃষ্টান্তমূলক এসক্যাজু এগ্রিমেন্ট। এখন সেই ‘সুড়ঙ্গের ওদিকের আলো’র চিহ্নিতকরণ প্রয়োজন। টানেল শেষ হয়ে দেখা যাচ্ছে নতুন কলম্বিয়ান সূর্য, নাকি ওদিক থেকে আসছে কোনও ট্রেন, ভেতরে একটাই লাইন! জরুরি, ভীষণ জরুরি হয়ে পড়ছে ‘ইন্ডিজেনাস গার্ড’ দলের ছোট ছোট স্বপ্নমুখদের সেইসমস্ত কথা। প্যারামিলিটারি বা কর্পোরেট ফাঁদে না পড়ে সবুজ-লাল ব্যাটন-রিবন নিয়ে পৃথিবীকে বাঁচাতে এগিয়ে আসা শিশু-কিশোর-তরুণদের যখন প্রশ্ন করা হয় – এই লাল, সবুজ রং কিসের দ্যোতক? ওদের উত্তর – ‘সবুজ মানে প্রকৃতি, লাল মানে খুন হয়ে যাওয়া পূর্বপুরুষদের রক্ত’।

 

প্রাসঙ্গিক হয়ে পড়ছে কলম্বিয়ান কবি ফ্রেডি চিকাঙ্গানার কবিতা ‘সামান্য একটু মাটি’-র সেইসমস্ত কথা –

 

‘হাতে অল্প একটু মাটি নিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম একা

তারপর মুঠো বন্ধ করলাম, মুষ্টিবদ্ধ হাতে

ঠিক করলাম, লড়ব

ছিনিয়ে নিতে আমাদের সেইসমস্ত অধিকার,

যা একদিন কেড়ে নিয়েছিল ওরা …’

 

ওপরে পরিবেশ-সংরক্ষক দল ‘ইন্ডিজেনাস গার্ড’-এর শিশু পরিবেশপ্রেমীরা, নিচে ঘরের দেওয়ালে ঠেস দিয়ে রাখা এক শিশু ইন্ডিজেনাস গার্ডের লাল-সবুজ ব্যাটন (ছবিসূত্র – পুলিৎজার সেন্টার ও দ্য গার্জিয়ান)

 

ঋণস্বীকার

১. Alexander, Inigo. Colombian environmental activists deluged by threats. May 9, 2022. Al Jazeera.

২. Berg, Ryan C, Ziemer, Henry & Kohan, Arianna. A closer look at Colombia’s illegal, artisanal, and small-scale mining. December 20, 2021. CSIS.

৩. Buschschluter, Vanessa. Colombia deadliest country for environmentalists, report. September 13, 2023. BBC.

৪. Cardona, Antonio Jose Paz. Colombian environmental official assassinated in Southern Meta department. December 7, 2020. Mongabay.

৫. Dahl, Mie Hoejris. As Colombia’s coca economy crashes, new opportunities – and threats – arise. November 15, 2023. Mongabay.

৬. Daniels, Joe Parkin. ‘We’re being massacred’: Colombia accused of failing to stop murders of activists. October 8, 2020. The Guardian.

৭. Fernandez, Belen. The murders of indigenous activists mark the death of the planet. August 9, 2023. Al Jazeera.

৮. Furones. In Colombia, implementing the Escazu agreement is a matter of life and death. October 7, 2022. Global Witness.

৯. Gabay, Aimee. Courage & calm despite attacks: Q&A with Colombian activist Yuly Velasquez. January 19, 2024. Mongabay.

১০. Griffin, Olivia. How campaigners’ killing hurt environmental protection in Colombia. November 11, 2023. Reuters.

১১. Grattan, Steven & Mazars, Nadege. ‘We Must Not Show … Fear’: Colombia’s Children Learn To Defend Their Way of Life. July 25, 2022. The Guardian.

১২. Griffin, Olivia. Killings of Colombia environmental activists hit record, NGO says, despite gov’t promises. September 14, 2021. Reuters.

১৩. Gutierrez, Jose-Antonio. The murder of a peasant leader who had opposed the mining project of La Colosa (Cajamarca, Tolima). November 7, 2013. Anarkismo.

১৪. Hines, Ali. Decade of defiance. September 29, 2022. Global Witness.

১৫. Hutchinson, Sarah. Meet the indigenous people fighting to preserve the Amazon. August 8, 2021. Independent.

১৬. Janetsky, Megan & Faiola, Anthony. He tried to save a rare parrot. It cost him his life. March 20, 2021. The Washington Post.

১৭. Kileen, Timothy J. Palm oil cultivation in Colombia, Ecuador, Peru and Brazil. November 13, 2023. Mongabay.

১৮. Koop, Fermin. More than 1,700 environmental defenders were killed in the last decade. October 6, 2022. Dialogo Chino.

১৯. Miller, Andrew E. Hope and danger in the Colombian Amazon. May 24, 2022. Amazon Watch.

২০. Montero, Dora. From murder to mining, threats abound in Colombian Amazon Indigenous reserves. February 5, 2024. Mongabay.

২১. Mowbray, Sean. The global environmental impacts of cocaine. April 4, 2022. Mongabay.

২২. Noriega, Christina. The secret to Colombia’ drop in deforestation? Armed groups. August 22, 2023. Al Jazeera.

২৩. Orecchio-Egresitz, Haven. A conservationist who saved 2 species – a parrot and a rare palm tree – was murdered by gangs in Colombia. January 27, 2021. Business Insider.

২৪. Otis, John. Colombia is the most dangerous country in the world for environmental defenders. December 6, 2023. National Public Radio.

২৫. Pelliccia, Monica. Ex-FARC members aim to restore 1 million native trees in the Colombian Amazon. November 7, 2023. Mongabay.

২৬. Please take action over assassination of environmental campaigners in Colombia. December 10, 2013. London Mining Network.

২৭. Prada, Edilma & Dalmases, Francesc Badia l. In the Colombian Amazon, Indigenous people resist threats to their territory. April 21, 2023. Open Democracy.

২৮. Prada, Edilma & Teteye, Vanessa. Defending Colombia’s Amazon is a high-risk job – as our journalists know. March 22, 2021. Open Democracy.

২৯. Praeli, Yvette Sierra. Supply chain report investigates deforestation tied to palm growing in Colombia. August 1, 2023. Mongabay.

৩০. Radwin, Maxwell. Landfill in Colombia continues to pollute protected wetlands despite court-order clean-up. June 12, 2023. Mongabay.

৩১. Ronderos, Katherine. Large-scale development projects increase risks to women human rights defenders in Colombia. November 8, 2013. AWID.

৩২. Scarred for life. May 30, 2023. Global Witness.

৩৩. Sherriff, Lucy. Colombia: Dying of thirst, Wayuu blame mine, dam, drought for water woes. November 1, 2018. Mongabay.

৩৪. Standing Firm. September 13, 2023. Global Witness.

৩৫. Torrado, Santiago. Fourteen-year-old environmentalist shot dead in Colombia. January 18, 2022. El Pais.

৩৬. Trent, Steve. As indigenous people protest in Colombia, we must rally with them. November 12, 2020. Environmental Justice Foundation.

৩৭. Volckhausen, Taran. Colombian community leader allegedly murdered for standing up to palm oil. December 15, 2017. Mongabay.

৩৮. We must protect those defending the land and environment in Colombia. October 8, 2020. Amnesty International.

(ক্রমশ)

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *