অক্সিজেন। পর্ব ৩৯। লিখছেন সর্বাণী বন্দ্যোপাধ্যায়

0

গত পর্বের পর

মুকুটমণি

কয়েক বছর পর, রবীন্দ্রভবনের সামনের গেটে দাঁড়িয়েছিল বাচ্চু। এই শহরের সবচেয়ে বড় সভাগৃহে আজ কুহুকে সংবর্ধনা দেওয়া হবে। আয়োজক পৌরসভা।  ‘দোয়েলপাখি’ পত্রিকার তরফ থেকে সমস্ত অনুষ্ঠান পরিচালনা করছে অনু,মানে কবি অনুরাধা মিত্র। পাপু আসতে পারেনি । ও এখন রাজস্থানে চাকরি করে।

অবশেষে করোনা মহামারির অনেকটা অবসান হয়েছে। মানুষজন একটু শান্তিতে। অক্সিজেন ছাড়াই পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ‘ধবলগিরি’ জয়ের মত উল্লেখযোগ্য ঘটনা কুহুদের শহরতলির ইতিহাসের মুকুটে একটি নতুন পালক জুড়েছে। সেই কুহু সেন আজকের আসরে তার অনবদ্য অভিজ্ঞতা ব্যক্ত করবেন।বাচ্চু গেটে দাঁড়িয়েই দেখছিল দুটো গাড়ি আসছে।পিন্টু ,ওর মা,আর পিন্টুর বড়মাসি নামল একটা সাদা মারুতি থেকে।ঠিক তার পরেই এসে দাঁড়াল একটা টোটো।ধীরে ধীরে গাড়িটা এসে দাঁড়ানোর পর ধীরেসুস্থে নামল কুহু,ওর দিদি কেকা, ওদের মা নীপাদেবী আর ওর পাশের বাড়ির মীরা কাকীমা।

বক্তৃতা মঞ্চে যাবার আগে কুহু পেছন ফিরে তাকাল একবার।বাচ্চু,অনু এসেছে।কিন্তু ও দেখছিল  ডানদিকের রো এর পেছনের সিটের কোণার দিকে। ওখানেই বিলুর বসার কথা। এখন সেই সাদা শার্ট পরা ছেলেটি,সমুদ্র পারের একটি দেশে,নিজের বইপত্রে ডুবে আছে।তবু মানসচক্ষে কুহু ওকে ওখানেই দেখতে পাচ্ছে।

কেননা আজ সকালেই কুহুকে খুব সুন্দর একটা ম্যাসেজ পোস্ট করেছে ও।

“কুহু, বিনা অক্সিজেনে ধবলগিরি জয় করে ফিরে আসার পর অনেক সম্বর্ধনা পেয়েছ তুমি। আজ আর একটা।আমার খুব গর্ব হচ্ছে তোমার জন্য।কেননা সারা পৃথিবীতে তোমার এই বিনা অক্সিজেনে ধবলগিরি অভিযান নিয়ে আলোচনা হচ্ছে।

সবাই এসেছে।বসেছে।শুধু আমিই অনুপস্থিত।কিন্তু আমি আগেও ছিলাম প্রতিটি সভাতে।আজও আছি। কেউ আমাকে দেখতে পায়না।তবু আমি থাকি।একেবারে শেষ রোতে ডানদিকের কোনের সিটে বসে তোমার বিজয় উপভোগ করি। একবার তাকালেই তুমি নিশ্চয়ই আমাকে দেখতে পাবে।

আর একটা কথা, ওরা জানেনা বা ওদের জানার কথা নয় যে, তোমার অক্সিজেনের ভান্ডার আমার কাছেই গচ্ছিত আছে।ওটা পেয়েই আজ আমি এখানে। কাজের ফাঁকে ফাঁকে টের পাই আমি কতটা স্বাধীন।একটা পাহাড়ে তুমি চড়েছ,আর তোমার পাশে পাশে থেকে আর একটা পাহাড়ে চড়েছি আমি।একান্ত নিজের পাহাড় খুঁজে পেয়েছি শুধুমাত্র তোমারই জন্য। শুধু শুভেচ্ছা দিলাম। কেননা ভালবাসার কথা প্রকাশ্যে বলায় আমি বিশ্বাসী নই।”

সম্বর্ধনা পর্ব শেষ হয়েছে। স্টেজে দাঁড়ানো কুহুর হাতে এখন মাইক।সবাই শুনতে চায় ওর বিনা অক্সিজেনে ধবলগিরি শৃঙ্গ জয়ের কাহিনি । বিলুর ম্যাসেজটা মনে পড়ায় এক মুহূর্তের জন্য আবার অন্যমনস্ক হয়ে গিয়েছিল ও। এবার সামনের সিটগুলোর দিকে নজর দেয়।সারি দিয়ে যারা বসে আছে তাদের মুখগুলো দেখে নেয় একবার।

একদম সামনের সারিতে ওর মা,দিদি, মীরাকাকীমা, পিন্টুর মা ,পিন্টু আর বিলুর মা বসেছেন। ওপাশের দ্বিতীয় সারিতে বাচ্চু আর অনু।ওদের পাশেই বসে আছেন শক্তিদা।শক্তিদার উদ্দেশ্যে হাত জুড়ে একটা প্রণাম জানায় ও।তারপর হলের শেষের ডানদিকের কোণের দিকে একবার তাকিয়ে,  নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করে।

“আমি বক্তা নই।তাই হয়ত গুছিয়ে বলে উঠতে পারব না।তবু বলছি। কেননা এখানে উপস্থিত সকলেই আমার শুভানুধ্যায়ী।তাদের আমার ওপর অনেক ভরসা ছিল। এখনও আছে। সেটুকু বজায় রাখতে পেরে আমি আজ সত্যিই আনন্দিত। ধন্যবাদ আলাদা করে কাউকে দেবনা। কেননা যারা আমার জন্য বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন,তাদের মৌখিক ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।

এর আগে যেখানে যেখানে বলেছি, সেখানে শুধু আমার শৃঙ্গ জয়ের গল্পই বলেছি। আর একটা অদ্ভুত গল্প এখানে মানে আমার শহরের মানুষদের সামনে বলতে চাই। ঘটনাটা একটু আগের।  তখন সবে চাকরি পেয়ে মাধ্যমিক একটি স্কুলের শিক্ষক হয়েছি আমি। সরকারী ভাবে পাওয়া তিনটে ট্রেনিং শেষ করে টুকটাক শৃঙ্গ অভিযানও চলছে। গরমের ছুটিতে মনে হল আমার পরম তীর্থ ‘তেনজিং নোরগের বাড়ি’ যাব। সেইমত প্রস্তুত হলাম।

মে মাসের শেষে একা চলে গেলাম কাটমান্ডু।এর আগেই পর্বত আরোহনের জন্য আমাকে একাই নেপাল যেতে হয়েছে।বাড়িতে মা অনেকদিনই বলে দিয়েছেন,“তোমার স্বপ্নপূরণের পথে যা মনে হয় করতে পারো। কেবল নীতিবোধ থেকে সরে এসোনা। জানবে তোমার বাবা,মার দেওয়া ওটুকুই তোমার রক্ষাকবচ।”

যাই হোক খুব সংক্ষেপে এই গল্পটা বলছি।আমার পর্বত অভিযানের সময় বারবার মনে হত আমার আদি গুরুর দেখা এ জীবনে পেলাম না।তার বাড়িতে গিয়ে একবার প্রণাম জানিয়ে আসব। তেনজিং সাহেবের বাড়ি যেতে গেলে কাটমান্ডু থেকে সার্লারি যেতে হয়।সার্লারি অবধি গাড়ি যায়।তারপর ওখান থেকে পাঁচ ছ’দিনের হাঁটা পথ ।পুরোটাতেই ট্রেকিং করতে হবে।

ওই সময় ওখানে বর্ষাকাল।চারদিকে বরফ জমেছে।তার মধ্যেই চারপাঁচদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ফোনে যখন আমি শেরপাদের সঙ্গে যোগাযোগ করি,তারা প্রত্যেকে বলেছিল লুগলা অবধি ফ্লাইটে এসে তারপর যেতে। কেননা লুগলা থেকে সার্লারির যে রাস্তা সেটা খুব খারাপ। আমি একা যাচ্ছি।সঙ্গে কোন রোড ম্যাপ নেই।তবে আমার একটা অদ্ভুত ক্ষমতা আছে।আমি বনে ,জঙ্গলে, পাহাড়ে,সবসময় যেখানে যেতে চাই, সেই পথের সঠিক সন্ধান করে নিতে পারি। ওইসময় স্থানীয় লোকেরাও কেউ ওই পথে একা যায়না।কাটমান্ডু থেকেই সবাই আমাকে ক্রমাগত ওই পথে যেতে নিষেধ করছে।সার্লারিতেও স্থানীয় লোকেরা একই কথা বলতে লাগল।

কিন্তু চাবা হিল থেকে জীপে টিকিট কেটে আমি সার্লারি এসেছি ।ফিরে যাবার জন্য তো আসিনি। আমাকে বারণ করলেও আমি নিজের গোঁ ধরে আছি।।ওই পথে অনেক ঝর্না,আর ভীষণ ধস  নামে। সেই সময় একজন শেরপা ওখান থেকে সদ্য ফিরেছেন,তার সঙ্গে আমার দেখা হল।তিনি আমার সঙ্গে  কথা বলবেন বলে আমাকে চা খেতে ডাকলেন।।

তাঁর অনেক পাহাড়ে চড়ার অভিজ্ঞতা ছিল।তিনি চা খেতে খেতে আমার ওখানে যাবার তীব্র ইচ্ছের কথা ,আর আগেকার পাহাড়ের  অভিজ্ঞতার সব কাহিনি শুনলেন।শুনে আমাকে বারণ তো করলেনই না,উল্টে বললেন, ‘তুমি পারবে।আর দেরি করো না। রওয়ানা দাও।’ তখন ঘড়িতে বেলা এগারোটা বাজে।আমাকে পঁয়ত্রিশ কিলোমিটার যেতে হবে।সঙ্গে শুধু কিছু রুটি ছিল,আর মুড়িমুড়কি মিশিয়ে নিয়েছিলাম।হিমালয় পাহাড়ের রাস্তা, অনেকটাই উচ্চতা পেরোতে হবে।তারপর ওই পথে যেতে যেতে আমি তাদের ভয় পাওয়ার প্রকৃত কারণ বুঝতে পারলাম।

বেশ কিছুটা যাওয়ার পর দূর থেকে দেখলাম একটা জায়গায় বিরাট ধস নেমেছে। অনেক উঁচু হিমালয় পাহাড়ের মাথা থেকে দুটো পাশাপাশি ধস সোজা খাদে পড়েছে। দেখেই ভয়ে থমকে গেলাম।এবার কি করে যাব? নামচে বাজার থেকে আরো অনেকটা যেতে হয়।ফিরে যেতে হবে ভেবে মনখারাপ হয়ে যাচ্ছে।তাহলে কি আমি বিপদের বাধা পেরিয়ে যেতে পারব না? তেনজিং নোরগে শেরপার বাড়ি গিয়ে  শ্রদ্ধা জানানো হবে না?

ট্রেনিং এর সময় আমাদের ধস পার হওয়ার ব্যাপারটা শেখানো হয়েছিল।কিন্তু সেটা দুটো টিম মিলে করার কথা।এখানে আমি একা। ঠিক সেই সময় দেখলাম অনেক দূরে একটা পিঁপড়ের মত মানুষ ধসটা দৌড়ে দৌড়ে পেরিয়ে যাচ্ছে। তখন আমার মাথায় এলো ট্রেনিং এ আমাদের ধস পেরোনোর জন্য ওই দৌড়ে যাবার কথাই শেখানো হয়।ভয়ে ঘাবড়ে যাওয়ায় সেটা আমার মাথায় আসেনি।ওকে দেখে  মনে পড়ে গেল।আমিও তাকে অনুসরণ করে দৌড়তে লাগলাম,আর ধস পেরিয়ে চলে গেলাম।তখন আমার মনে হল ওই মানুষটাকে আমার কৃতজ্ঞতা জানাব।আমার এতবড় উপকার যে করল তাকে জানাতে হবে তো সে কী করেছে।আমি তাকে দৌড়তে দৌড়তে ফলো করতে লাগলাম।আশ্চর্যের ব্যাপার, বেশ কিছুটা যাবার পর সে একদম উবে গেল।তাকে আর দেখা গেলনা।আমি দৃষ্টি স্থির রেখেছিলাম।নজর কোথাও সরাই নি, তবু…।”

কুহু একটু থামে। সারা হলে অদ্ভুত নীরবতা। ও আবার বলতে শুরু করে।

“এতক্ষণ যা বললাম তা আদ্যন্ত সত্য ঘটনা।এ ঘটনার কোন ব্যাখ্যা আমার কাছে নেই। তবে এই ঘটনার পর থেকে আমার মনে একটা বিশ্বাসের জন্ম হয়। কোন অবস্থাতেই ভয় পাব না। কেউ আমার হাত ধরে আছেন। তিনি যদি আমার হাত ছেড়ে দেন আমি খাদে পড়ব।বুঝব সেটাই আমার ভবিতব্য।নাহলে বারবার পাহাড়ে যাব আর বারবার ঠিক ফিরে আসব। ঠিক যেমন করে একজন সৈ্নিক যুদ্ধে যায় ফিরে আসায় ভরসা রেখে।”

“তেনজিং নোরগের বাড়ি শেষ অবধি পৌঁছে ছিলাম।ফিরে আসার সময় আন্ধেরির রাস্তা দিয়ে এলাম।অদ্ভুতভাবে ওখানকার এক পার্লামেণ্টের মেম্বেরের সঙ্গে দেখা হল।তিনি দলবল সমেত গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন।আমাকে তাদের জীপে তুলে  সার্লারি অবধি নিয়ে গেলেন। ফেরা হল কম সময়ে আর নির্ঝঞ্ঝাটে।মনে ভাবলাম এও আমার অতিরিক্ত পাওনা। অলক্ষে থাকা সেই একজনের দান।”

কুহু বলতে বলতে থামল।তারপর টেবিলে রাখা জলের গ্লাসের দিকে হাত বাড়াল।

(ক্রমশ)

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *