সময় ভ্রমণে দার্জিলিঙ : পাহাড় ও সমতল। পর্ব ১৩। লিখছেন সৌমিত্র ঘোষ

0

(গত পর্বের পর)

গ্রাহাম সায়েব, সায়েবসরকার ও পড়শি ভুটান

ওপরের নামবৃত্তান্ত থেকে বোঝাই যায়, মহাপরাক্রমশালী ব্রিটিশ সরকারের দাক্ষিণ্য ও অনুগ্রহ না থাকলে, গ্রাহাম সায়েবের স্বপ্নের ‘হোম’ গড়ে তোলা মুশকিল হতো। হালের গ্রাহামস হোম ইস্কুলের ওয়েবপাতায় হোম শুরুর যে ইতিহাস দেওয়া আছে, তা থেকে বিষয়টি আরো প্রাঞ্জল হয়। ১৮৯৫ সালে ফার্লো (ঔপনিবেশিক সায়েবদের দেশে ফেরার লম্বা ছুটিকে ‘ফার্লো’ বলা হতো) নিয়ে গ্রাহাম ও ক্যাথি দেশে ফিরছেন, আরো অনেক কাজের মধ্যে কালিম্পং নিয়ে বইটাও(থ্রেশোল্ড) লিখে ফেলছেন গ্রাহাম। তিন বছর দেশে কাটিয়ে ১৮৯৮ নাগাদ কালিম্পং ফিরছেন গ্রাহাম দম্পতি, ডুয়ার্সের, পাহাড়ের, চা বাগিচা অঞ্চলে যাতায়াত বাড়ছে, অনাথ ও পিতা-পরিত্যক্ত অ্যাংলো ইন্ডিয়ান শিশুদের নিয়ে কিছু করার ইচ্ছা ক্রমশ দানা বাঁধছে। দার্জিলিং তখন উত্তরবাংলার সায়েবশাসনের মূল কেন্দ্র, সেখানকার  হোমরাচোমরাদের সঙ্গে কথাবার্তা বলে পৌঁছে যাচ্ছেন সোজা কলকাতা, ছোটলাট উডবর্ন সায়েবের সঙ্গে দেখা করছেন। দেয়লো পাহাড়ের ঢালে একশো একর জমি বন্দোবস্ত করে দিচ্ছেন স্বয়ং উডবর্ন। সেই জমির ঠিক নিচে, হোমের প্রথম কুড়ে বা কটেজ খোলা হচ্ছে ১৯০০ সালের ২৪শে সেপ্টেম্বর, স্কটল্যান্ডের প্রসিদ্ধ শিক্ষাবিদ কিয়েরনান্ডার সায়েবের নামে। অতঃপর, উডবর্ন কটেজ খোলা হচ্ছে ১৯০১ এর নভেম্বরে.. উডবর্ন সায়েব উদ্বোধক, তাঁর নামেই কটেজের নাম। সরকারি অনুদান এবং স্কটদেশীয় বন্ধুদের অর্থসাহায্যে বাড়ি তৈরি হয়। ১৯০২-এ এলিয়ট কটেজ খুলছে, অন্যতম উদ্বোধক সর জন উডবর্ন। ১৯১০ সাল অবধি পরপর কটেজ খোলা হচ্ছে, হোমের অন্যান্য বাড়িও। প্রায় সব বাড়ির উদ্বোধক সরকারি রাজপুরুষেরা। পরের ১৫ বছর ধরে আরো নতুন বাড়ি গড়ে উঠছে, সরকারি সাহায্য আসছে, সরকারি সায়েব মেমসায়েবরা ফিতে কাটছেন।

সরকারি সাহায্য, সেইসঙ্গে শিল্পপতি, বাগিচমালিক ও অন্যান্য ব্যবসায়ীদের দরাজ দান। অ্যান্ড্রু জানাচ্ছেন, দাতাদের নামে হোমের বাড়ির নাম রাখবার রেওয়াজ ছিলো। বিভিন্ন ওপরমহলে গ্রাহাম সায়েবের অনায়াস গতায়াত ছিলো, দরকার মতো সরকারের হয়ে কাজও করতেন। যথা, কালিম্পং-লাগোয়া ভুটানের সঙ্গে ব্রিটিশ সরকারের সরকারি কথাবার্তায় তাঁর ভূমিকা ছিলো। মিন্টো তাঁর গ্রাহামজীবনীতে এ বিষয়ে বিস্তারিত খবরাখবর দিয়েছেন, তা ভিন্ন কিছু সমসাময়িক সরকারি দলিলপত্র ভারতবর্ষের জাতীয় মহাফেজখানায় প্রাপ্তব্য।  মিন্টোর লেখা থেকে জানা যাচ্ছে, ভুটানি অভিজাত ও ভারতে ভুটান সরকারের প্রতিনিধি,  রাজা উগ্যেন দোর্জি গ্রাহামের অন্তরঙ্গ সুহৃদ ছিলেন। দোর্জি বেশির ভাগ সময় কালিম্পংয়েই কাটাতেন, তাঁর পুত্র তবগে দোর্জি, গ্রাহামের  মেয়েদের সঙ্গে পড়াশুনো করতেন, পরে দৈনিক ছাত্র(হোম মূলত আবাসিক ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছিলো)হিসেবে হোমের ইস্কুলে পড়েছেন কিছুকাল। গ্রাহাম পরিবারের বাড়িতেও থেকেছেন। ১৯১৬ সালে উগ্যেন দোর্জি মারা যাচ্ছেন, গ্রাহাম ভুটানের রাজাকে দীর্ঘ চিঠি লিখছেন তাঁর পদে তবগেকে বসানোর জন্য। রাজা সানন্দে সম্মতি দিচ্ছেন। ভুটানের সঙ্গে ভারতের সায়েব সরকারের সম্পর্ক, এমনকি ভুটানের নিতান্তই ভিতরকার বিষয়(প্রশাসন, রাস্তাঘাট, অর্থনৈতিক উন্নতি), এসব নিয়ে গ্রাহাম আজীবন ভাবিত ছিলেন। ১৯২১ সালে(আবার যাচ্ছেন ১৯২৭ এ)ভুটান হয়ে তিনি তিব্বত পাড়ি দিচ্ছেন(যদিও ইয়াটুং ছাড়িয়ে বেশিদূর যেতে পারছেন না), ভুটানে থাকছেন বেশ কিছুদিন। ভারত সরকারকে ভুটান সরকারের তরফে লেখা এক আবেদন উদ্ধৃত করেছেন মিন্টো, যেখানে ভুটানকে আধুনিক করে গড়ে তুলতে সায়েবসরকারের সাহায্য চাওয়া হচ্ছে। বলা হচ্ছে, শিক্ষার দরকার, বনবিদ্যা বা ফরেস্ট্রি শিক্ষা, ভুটানের মহতী বনভূমিকে ‘উন্নত’ করার শিক্ষা, চিকিৎসা বিদ্যা ও কৃষিবিদ্যা শিক্ষা ইত্যাদি, তৎসহ ছাপাখানা, জলবিদ্যুৎ তৈরি, ভালো পথঘাট। গ্রাহাম নিজেই সম্ভবত চিঠির মুসাবিদা করে দিয়েছিলেন। ভুটানের রাজপরিবারের সঙ্গে তাঁর সখ্য অটুট থেকেছে, ১৯৩৫-এ রাজা ও রাণী কালিম্পং সফরে আসছেন, ভারত সরকারের তরফে গ্রাহাম তাঁদের অভ্যর্থনার ব্যবস্থাদি করছেন। কিছুতেই যখন ব্রিটিশ সরকার ভুটানকে অর্থসাহায্য করতে রাজি হচ্ছে না(বা, করছে না), গ্রাহাম নিজেই ভারত সরকারের সচিবকে চিঠি দিচ্ছেন, ১৯৩৮ সালের ৫ই নভেম্বর। চিঠিটি প্রনিধানযোগ্য:

ব্রিটিশ ভারত ও উহার পূর্বদিগস্থ দেশগুলির মধ্যে ভুটান এক মূল্যবান মধ্যভূমি(বাফার)। চীন হইতে কোন বিপদের সূচনা হইলে ভুটান অনুগত মিত্রের ভূমিকা লইতে পারে। নেপালের সহিত কখনো ভুল বুঝাবুঝি হইলেও ইহা(ভুটান) সাহায্য করিতে পারিবে।…দেশটি বড় দরিদ্র। ইহাকে উন্নত করিবার অর্থের ব্যবস্থা করা গেলে ইহা ধনী হইয়া উঠিতে পারে…

দশ বছরের মধ্যে ১৩ লক্ষ টাকা ভুটানকে দেওয়া হোক, গ্রাহামের প্রস্তাব। টাকাটা বেশ বেশি, এটা মেনে নিয়েই তাঁর প্রস্তাবের সপক্ষে গ্রাহাম বলেন:

…ইহার উপর অনেক কিছু নির্ভর করিতেছে; একটি স্বাধীন দেশের অস্তিত্ব, বিশ্ব হইতে সিফিলিস ব্যাধির অন্যতম মারাত্মক কেন্দ্র নির্মূলকরণ, নিকটবর্তী অপরাপর দেশের সাপেক্ষে একটি দৃষ্টান্ত স্থাপন…বহুবিধ কারণে আশু ব্যবস্থা গ্রহণ প্রয়োজন–ধর্ম, দয়া, সৌভ্রাতৃত্ব, রাজনীতি, অর্থনীতি, নিতান্তই সাধারণ বুদ্ধি…

মিন্টো মন্তব্য করছেন, ভুটান যে নানা কারণে গুরুত্বপূর্ণ, এটা বুঝতে বুঝতে ভারত সরকারের আরো বিশ বছর লেগে যাবে। এবং, পরবর্তী ঘটনাক্রম থেকে যে কারুর মনে হতে বাধ্য, কি নির্ভুল ভবিষ্যৎবাণী! ১৯৫৯ নাগাদ, চিনা লাল ফৌজ তিব্বত দখল করে নিচ্ছে চূড়ান্ত ভাবে, তরুণ দালাই লামা পালিয়ে এসে ভারতে আশ্রয় নিচ্ছেন, ১৯৬২তে চিন ভারত যুদ্ধ আরম্ভ হচ্ছে, ১৯৭০ এর মধ্যে ভুটানের মধ্যে, ভুটান-তিব্বত সীমান্তের দূর্গম গিরিপথ অবধি ভারতীয় শ্রমিক, ইঞ্জিনিয়র ঠিকাদার এবং সৈন্যবাহিনী পৌঁছে যাচ্ছে। রাস্তাঘাট তৈরি হচ্ছে, নতুন শহর পত্তন হচ্ছে, আধুনিক সভ্যতা ঢুকে আসছে হিমালয়ের অজানা অন্তঃপুরে। ভুটানের বিদেশনীতির অনেকটা এবং সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে ভারত, সায়েবসরকার নয়, স্বাধীন ভারত সরকার।

ভুটান ও তিব্বত ছাড়াও গ্রাহাম নেপাল গিয়েছিলেন ১৯২৯-এ, যে সময়ে সে দেশে বিদেশিদের যাওয়া বারণ ছিলো। নেপাল দরবারের সঙ্গে তাঁর বিবিধ পত্রালাপ চলেছে। নেপাল বিষয়ে গ্রাহামের অপ্রকাশিত লেখা পড়ে মিন্টো বলছেন, নেপালের প্রধানমন্ত্রী জং বাহাদুর রানা-র জীবন ও কর্মে গ্রাহাম সাতিশয় হ্লাদিত ও মুগ্ধ হন। বিশেষত, জং বাহাদুর যেভাবে সিপাই বিদ্রোহের সময়ে লখনৌতে আটকা পড়া ব্রিটিশদের বাঁচাতে গুর্খা সৈন্য পাঠিয়েছিলেন। বলে রাখা ভালো, নেপালি ইতিহাসে কুখ্যাত রানাশাহী শাসনের শুরু জং বাহাদুর রানার রাজত্বে। জং বাহাদুরের ভাইপো, নেপালের তৎকালীন একচ্ছত্র শাসক ও প্রধানমন্ত্রী, সমশের বাহাদুরের সঙ্গে গ্রাহামের সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়।

মিন্টো বলছেন, এমনিতে ব্রিটিশ সরকার নিজেদের কাজে মিশনারিদের নাক গলানো বিশেষ পছন্দ করতো না। গ্রাহাম বিরল ব্যতিক্রম। গ্রাহামের সঙ্গে সায়েবসরকারের সম্পর্ক প্রথমাবধি, আগাগোড়া বজায় ছিলো। সারা জীবন ধরে তাঁর মতো করেই গ্রাহাম যা করেছেন, ভেবেছেন, শেষ পর্যন্ত তা সাম্রাজ্যের স্বার্থে, প্রয়োজনে। ব্রিটিশ সাম্রাজ্যের নৈতিকতা ও যথার্থতা নিয়ে গ্রাহামের মধ্যে সংশয় ছিলো না।

(ক্রমশ)

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *