অক্সিজেন। পর্ব ২৫। লিখছেন সর্বাণী বন্দ্যোপাধ্যায়

3

গত পর্বের পর

পোকার কামড়

অনেকদিন বাদে দিদির বাড়িতে এলো কুহু।বারান্দা পেরিয়ে ঘরে ঢুকে ও চমকে গেল।গুঁড়ি গুঁড়ি দুটো বাচ্চা পাতা মাদুরে পড়তে বসেছে। আর কেকা একটা হাতপাখা নিয়ে ওদের পাশে বসেছে।এখন শীতকাল, হাওয়ার প্রয়োজন নেই।মশা তাড়াচ্ছে মনে হয়।কুহু ঢুকতেই কেকার মুখ প্রথমে হাসি হাসি হল।তারপরেই হাসিটা একেবারে নিভে গেল।

“কলেজ যাসনি?এই অবেলায় এলি?”

“না।কলেজ আজ বন্ধ।গতকাল স্পোর্টস হয়েছে।তাই আজ ছুটি।”

“তুই একটু বোস।আমি এদের পড়িয়ে নিই।আরো মিনিট দশেক।”কেকা মেয়ে দুটোকে তাগাদা মারে।“তাড়াতাড়ি নে।আমার বোন এসেছে।”

কুহু পা ধুয়ে রান্নাঘরে চা বসাতে যায়।বাটিতে জল চড়িয়ে ও আঁতিপাঁতি করে খুঁজে চায়ের কৌটো বার করে।একদম নীচে একটু চা পড়ে আছে।দুজনের দুকাপ লিকার চা বানায় ও।তারপর দুটো কাপে চা ঢেলে নেয়। বিস্কুটের কৌটো সাবধানে রান্নাঘরে নামিয়ে রাখে।কিছু নোনতা বিস্কুট ডিসে সাজিয়ে নিয়ে চায়ের কাপদুটো সমেত বাইরের ঘরে আসে ।

দিদি একটু অবাক হয়।তারপর ম্লান হেসে বাচ্চাদের বিস্কুট ধরায়। নিজে চায়ের সঙ্গে বিস্কুট মুখে দিয়ে কুহুকে বলে, “সেই বড় টিনের বিস্কুট। তাই না রে?”

কুহু হেসে সাপোর্ট করে বলে, “তোর জন্য এনেছি। রান্নাঘরে আছে। খাস কেমন।”

কেকা হাসিমুখেই বলে, “ছোটবেলার জিনিস।না বললাম না।তবে,অন্য কিছু আনিস না যেন।”

বাড়ি ফিরতে ফিরতে ভাবছিল ও, দিদি তো বলল মিহিরদা দুর্গাপুরে কাজে গিয়েছে। কথাটা সত্যি তো? নাকি মিহিরদা বরাবরের মতই দিদিকে ছেড়ে কোথাও হাওয়া হয়েছে।দিদির হাবভাব খুব একটা সুবিধের লাগল না।দু’একদিনের মধ্যেই আবার এসে খোঁজ নিয়ে যাবে ও। মিথ্যে বললে তখনই যা করার করবে।

এদিকে জুহু কিছুদিন হল খুব জ্বালাচ্ছে। সেদিন কলেজ থেকে ফেরার পথে বলল “তোমার অনুর নতুন বন্ধু হয়েছে। বিশেষ বন্ধু। তোমাকে বলেনি।”

ও রেগেমেগে বলেছিল,“বেশ করেছে,বলেনি। সব বলতে হবে?কিছু প্রাইভেট কথাও থাকতে পারে তো।”

জুহু জবাব না দিয়ে চুপ করে গেছিল।ওর নিজের অবশ্য যথেষ্ট মনখারাপ হয়।শেষ পর্যন্ত অনু এতবড় একটা কথা ওর কাছে লুকিয়ে গেল? কেননা জুহুর কথা মিথ্যে হয়না।

আজ আবার জুহু বলল “তোমার দিদি একলাই আছে।মিহিরদা কেটে পড়েছে।”

আজকে জুহুর কথা শুনে ও চিন্তায় পড়েছে। সত্যি যদি তাই হয় ওর কী করণীয়?ভাবতে হবে।

সাইকেল চালিয়ে ফিরতে ফিরতে ওর নজরে এলো মৈত্রেয়ীদির সঙ্গে শক্তিদা ফিরছে। মৈত্রেয়ীদি বেশ কটা  চূড়োয় উঠেছে। ওর সঙ্গে শক্তিদাই ওকে কথা বলতে বলেছিল।কুহু নিজের সাইকেল নিয়ে ওদের পিছুপিছু যায়।যখন ওরা থামবে তখনই কথা বলে নিতে পারবে।কিন্তু হলনা। ওরা না থেমে নিজেদের মত চলে গেল।

বাড়িতে ঢুকে ও অবাক ! বাবা মা  গেল কোথায়?তারপর নজরে এলো প্লাস্টিকের চেয়ার নিয়ে দুজনে পেছনের বাগানে বসেছে।কুহু কথা না বাড়িয়ে নিজের ঘরে ঢুকে দরজা দিল।

ট্রেনিংএ থাকাকালীন নদী পেরোন শিখেছিল কুহু। ট্রেনিং না নিলে ওভাবে নদী পেরোন যেতনা। কুহু একচান্সেই করবে ভেবেছিল ।হয়নি।তাছাড়া বরফে আইসস্যাক্স গেঁথে পাহাড়ে ওঠাও কঠিন।তবু পেরেছিল ও।কিন্তু দিদিকে বাড়িতে ফিরিয়ে আনার কথা এখনও ভাবতে পারছে না ও।মায়ের অদ্ভুত ঠান্ডা চাহনির কথা ভেবেই ভয় পাচ্ছে ।

অথচ আজ যা মনে হল মিহিরদা দিদিকে রেখেই কোথাও হাওয়া হয়েছে। দিদি হয়ত বুঝেছে ব্যাপারটা। তবু ঢাকা চাপা দিতে চায়। সেক্ষেত্রে দিদি একা থেকে করবেটা কী? এবাড়িতে এলে ওরও অনেক সুবিধা। স্বচ্ছন্দে বাবা মাকে রেখে পাহাড়ে যেতে পারবে। কিন্তু মাকে কিকরে এব্যাপারটা বুঝিয়ে  বলবে বুঝে পাচ্ছেনা।

কুহু আর একটা কথাও ভাবে।মা যদি আসতে বলে দিদি আসবে কী?না আসতেও পারে।কেননা মা কখনোই মিহিরদার সঙ্গে দিদি কোন সম্পর্ক রাখুক চাইবে না। সেটা দিদি কিভাবে নেবে বলা শক্ত।তবে ওর কেন জানিনা মনে হচ্ছে এবার দিদি কিছুটা হলেও বুঝবে।মানুষ যখন একটা বৃত্তের মধ্যে থাকে,তখন সে অঞ্চলটাকে চিনতে পারেনা।তার বাইরে বেরোলে সেই জায়গাটা সে দেখতে পায়।তার সীমা ,পরিসীমাকে উপলব্ধি করতে পারে। মিহিরদা চলেই যাক আর দূরেই যাক একরকম ভালই হয়েছে।

জুলাইয়ে যাওয়ার ব্যাপারটা কিছুদিন হল একরকম স্থির হয়ে আছে।তবে কলেজের পরীক্ষার ডেটগুলো দেখতে হবে।মাকে ও এখনও অবধি কিছু বলে উঠতে পারেনি।তবে বলে দেবে।মা যে ওর যাওয়ার ব্যাপারে বাধা হবেনা, বরং উৎসাহ দেবে, সে ও আগেই বুঝেছে।পিন্টুর সিলেবাস মোটামুটি শেষ করে দিয়েছে।বাকিদেরও বাড়তি পড়ানো শুরু করে দিয়েছে।কিন্তু আসল সমস্যা বাড়িতে।মা সেদিন বলছিল, “তোর বাবার পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে না।শরীরের জোর কমে যাচ্ছে।আসলে মনটাই ভেঙে গিয়েছে।”

ও আর কথা বাড়ায়নি। যে কথাটা উহ্য আছে সেটা আবার উঠে পড়ুক ও চায়নি।

সোমাদির সঙ্গে বেশিদিনের আলাপ নয়।তবে ও বুঝেছে মানুষটা খুব উদ্যোগী।মাঝেমাঝেই ছোটখাটো অভিযানে যায়।পাহাড়ে ওঠে।ওকে ডেকে পাঠাতে সোমাদির কাছে গিয়েছিল ও।ওরা জুলাই আগষ্টে একটা অভিযান করবে।জুলাইএ রওয়ানা দেবে।সোমাদি ওকে বলেছে, “এটা তেমন কিছু নয়।বেশিটাই ট্রেকিং।তবে বড় অভিযানে যাওয়ার আগে এরকম ছোটখাটো দু’একটা ট্রেকিং করে নেওয়া ভাল।”তাই বিশেষ ভাবেই যাওয়ার কথা ভাবছে ও।তবে যেখানেই যাওয়া হোক হাজার কুড়ি মিনিমাম লাগবে।ও একটু চিন্তায় আছে।ওর কাছে আপাততঃ অত টাকা নেই।হাজার দশের মত একটা ফিক্সড আছে।সেটা ভাঙালে মা আবার রাগ করতে পারে।মাকে বোঝানো যায় না নিজের স্বপ্নের মূল্য ওর কাছে আরো বেশি।

ওরা ইউনাম চূড়ায় সামিট করবে।মানালি থেকে যেতে হয় ।ও ভাবছে কী করবে।কুড়ি হাজারের মত টাকা জমা দিতে হবে। কিন্তু ওর কাছে আপাততঃ অত টাকা নেই।হাজার দশের মত একটা ফিক্সড আছে। সেটা ভাঙালে আবার মা রাগ করতে পারে।মাকে বোঝানো যায়না ওর নিজের কাছে ওর স্বপ্নের মূল্য অনেক বেশি।

মাঝে মাঝে মনে হচ্ছে ওর পার্ট টাইম একটা কাজ খুঁজে নিলে খারাপ হতনা। কিছু টাকা ও জমাতে পারত হয়ত।জানুয়ারি মাস শেষ হতে চলল।অনলাইনে আপাততঃ বিএ অনার্সের পার্ট টু অবধি কভার করা গিয়েছে।আর একটা বছর।ভাবছে ও, জুলাইএ ঘুরে আসার পর একেবারেই চুপচাপ হয়ে নিজের প্রস্তুতি নেবে।বিএ ডিগ্রীটা ভবিষ্যত এর কাজের জন্য খুবই জরুরী ।

পড়ার টেবিলে বসলেই এসব চিন্তা শুরু হয়।সোমাদি বলছিল “আমাদের মাথায় পোকা আছে জানিস।এ পোকার মর্ম কাউকেই বোঝানো যায় না।যারা এর কামড় খেয়েছে,শুধু তারাই বোঝে।”

ও ভেবে দেখেছে কথাটা একদম সঠিক।তবে পোকার রকমফের আছে বলেই পৃথিবী শুধুই গদ্য নয়,মাঝেমাঝে পদ্য হয়ে উঠেছে।

কুহু ঘরের মধ্যেই পাক খাচ্ছিল।আজকাল জেগে জেগেই স্বপ্ন দেখে ও। যে স্বপ্নের কোন মাথা মুন্ডু নেই।

(ক্রমশ)

Author

3 thoughts on “অক্সিজেন। পর্ব ২৫। লিখছেন সর্বাণী বন্দ্যোপাধ্যায়

  1. শ্রীমতী সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের ‘অক্সিজেন’ পড়তে খুব ভালো লাগছে।

  2. সত্যিই ভীষণ ভালো লাগলো ওর পাহারে ওঠার জার্নি শুরু হচ্ছে, আর মনে হচ্ছে নিজের জীবনের অতীতের কিছু ঘটনা। পরেরটার জন্য অপেক্ষায় রইলাম।

  3. “মানুষ যখন বৃত্তের মধ্যে থাকে সে অঞ্চলটা চিনতে পারে না” অপূর্ব!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *