“বন্ধুর সাথে হঠাৎই মনকষাকষি করে ‘খোয়াবনামা’-র শুরু”– রাজা পোদ্দার, কর্ণধার, খোয়াবনামা

0

বন্ধুর সাথে হঠাৎই মনকষাকষি করে ‘খোয়াবনামা’-শুরু”– রাজা পোদ্দার, কর্ণধার, খোয়াবনামা

 

১. কবে প্রকাশনা শুরু হল ও কীভাবে?
উত্তরঃ এক বন্ধুর প্রকাশনা দেখতাম তারপর মনকষাকষি থেকে হঠাৎ করে।

২. কী ধরণের বই আপনারা প্রকাশ করছেন?
উত্তরঃ ফিকশনে জোর বেশি তবে নন-ফিকশনও আছে।

৩. আগামীর পরিকল্পনা।
উত্তরঃ বেশ কিছু ভাল পরিকল্পনা আছে কিন্তু এই পরিস্থিতিতে কতটা বাস্তবায়িত করতে পারব জানি না। (কয়েকটা বইয়ের নাম বলো)

৪. আপনাদের প্রকাশিত প্রথম বই ও তার সলতে পাকানোর গল্প।
উত্তরঃ তখন চাকরি করি একটি গণমাধ্যমে আমার এক সহকর্মী দারুন ছবি আঁকেন। গ্রাফিক ডিজাইনার। কবিতাও লিখতেন। তার ছবি গুলো এত পছন্দ হয়েছিল আমার যে মনে হয় একটা ছবি-কবিতা করলে কেমন হয়। বইটির নাম ছিল কবিতা লেখাটা ছল। সেই শুরু। লিখেছিলেন ও ইলাস্ট্রেশানও করেছিলেন সুব্রত রায়।

৫. প্রথম কলকাতা বইমেলার অভিজ্ঞতা।
উত্তরঃ খোয়াবনামা শুধু কলকাতা বইমেলা অংশগ্রহণ করেছে। তবে অন্য সহযোগী প্রকাশকদের সঙ্গে বিভিন্ন জেলা মেলাতেও অংশ গ্রহন করেছে।
খুব উত্তেজনাপূর্ণ। প্রথম কলকাতা বইমেলায় যখন আমরা অংশগ্রহণ করি, তখন আমাদের টাইটেলের সংখ্যা বারোটা থেকে পনেরোটা, তার মধ্যে ছিল শাহযাদ ফিরদাউসের ‘অঙ্গুলিমাল’, রাজা সিনহার ‘পোষ্টকার্ড গল্প’, মদন বন্দ্যোপাধ্যায়ের ‘কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি’-এর পুনর্মুদ্রণ ইত্যাদি।

৬. আপনাদের গুরুত্বপূর্ণ দশটি বইয়ের নাম বলতে বললে কোন দশটি আসবে?
উত্তরঃ দুই একটা বই বাদ দিলে আমাদের বইগুলি সবকটাই গুরুত্বপূর্ণ এই ভাবে দশটা বাছাই মুশকিল।

৭. বই পড়ার অভ্যাস বাড়ানোর জন্য প্রকাশকদের শুধু বিজ্ঞাপন ছাড়া বিকল্প পথ ভাবা জরুরি? সেটা কী হতে পারে? এই প্রেক্ষিতে প্রকাশকদের একসাথে কাজ করাটা কতটা জরুরি?
উত্তরঃ অবশ্যই জরুরি। আমি মনে করি ভাল বই কোন প্রকাশনা থেকে বেরোচ্ছে সেটা খুব জরুরী নয়। সেটা যাতে সব পাঠকের কাছে পৌঁছায় তার জন্য সব প্রকাশকের উদ্যোগ নেওয়া দরকার। সেটা হতে পারে এক প্রকাশকের বই যদি আর এক প্রকাশক পড়ে রিভিউ দেয় তাতে পাঠকের বিশ্বাসযোগ্যতা বাড়ে। এছাড়া যে সব প্রকাশকের নিজস্ব আউটলেট আছে তারা যদি নিজেদের আউটলেট পেজে অন্য প্রকাশকদের নতুন কী বই বেরোলো বিষয়বস্তু কী তার আপডেট দেন সেটাও মানুষের কাছে পৌঁছতে পারে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *