আগুনের আলোয় উৎসবমুখর জনতা মগ্ন, ছবি তুলছে সবাই। হঠাৎ একজন খেয়াল করল, আগুনের উষ্ণতা শুধু বাইরেই নয়, মনের অন্ধকারেও আলো ফেলছে। সে বুঝল, প্রত্যেক মুহূর্তই জীবনের এক অমূল্য ছবি, যা আমাদের অন্তরে সঞ্চিত থাকে।

 

 

Author

Leave a Reply